ওহে বন্ধুয়া সুজন
তুমি প্রেমিক হও কেমন
মায়া দয়া নাই তোমার অন্তরেরে
কেমনে ভূলিয়া থাক আমারে
আমিযে অবলা নারী বোঝাই কেমনে
যে জ্বালা দিতেছো আর সহেনা প্রানে
যদি হইতায় দরদী
থাকতাম চরণে ধরি
যাইত দুঃখ যত জ্বালা আছেরে
কেমনে ভূলিয়া থাক আমারে
প্রেমিকের খাতায় যদি লেখাইলায় নাম
তবে কেন বিমূখ হইয়া থাক তুমি শ্যাম
ওরে বন্ধু কালার চাঁন
ছাইরা মিছা অভিমান
ফিরে আস আমারি বাসরেরে
কেমনে ভূলিয়া থাক আমারে
রঙ্গে রসের গান শুনিয়া হইওনারে খোশ
মরিলে বন্ধুয়া তুমি করিবায় আফসোস
নাম ধরিয়া হায়দার
ওরে প্রান বন্ধু আমার
ঘুরিবায় তুমি দ্বারে দ্বারেরে
কেমনে ভূলিয়া থাক আমারে