বন্ধুওয়ার লাগিয়া’গো

বন্ধুওয়ার লাগিয়া’গো,
কাদে আমার হিয়া’গো
সদায় হৃদয় করে উচাটন
কোনদিন আইয়া ভূল ভাঙ্গিয়া
দিবে গো সই দরশন।

যেদিন হইতে গেল ছেড়ে,
আমার আনন্দ নাই মনের ঘরে
বসত করি অন্ধকারে,
দুঃখ সাথী সর্বক্ষন।

নিলাজ চক্ষুরে বোঝাইলাম কত,
তুই কাদিস আর অবরিত
নিদয়া পাষাণের মত
কঠিন কর তোর দুই নয়ন।

এই প্রেমসেল বুকে লইয়া
তোর হায়দার যদি যায় মরিয়া
মুর্শিদ বুলবুল শাহ নাম ধরিয়া
কে গাইবে তোর গান তখন।

Scroll to Top