গানের কথা

আমার লেখা সকল গান

মনের মতো মনের মানুষ

জগত জুড়ি দেখলাম কততালাশিয়া ঘরে ঘরেমনের মতো মনের মানুষপাইলাম না আর এই সংসারে।। কত রঙের মানুষ জগত জুড়িআমি যাহার প্রেম ভিখারিপাইলে তারে জনম ভরিরাখিতাম এই হৃদ মন্দিরে।। মন আমার উদাস বাউলযার লাগিয়া থাকি ব্যাকুলপাইলে তারে একুল সেকুলসুখি হইতাম দুই পাড়ে।।

বিস্তারিত »

দুঃখ শোনার মানুষ ভবে নাই।

প্রান সখী গো..দুঃখ শোনার মানুষ ভবে নাই।বন্ধু বন্ধু বন্ধ বলে নগরে বেড়াই।। শোন গো সখী ললিতাআমার হৃদয়েরী যত ব্যাথা গোকিছুই না হইতো বৃথাযদি বন্ধুর দেখা পাই।দুঃখ শোনার মানুষ ভবে নাই। শোন গো বিসখাআমার হৃদয়ে যার ছবি আকা গোপাইলে প্রান বন্ধুর

বিস্তারিত »

বন্ধু আমার নিঠুরও পাষান

যে বন্ধুরে সরল ভেবে গাইলামকত প্রেমের গানবন্ধু আমার নিঠুরও পাষান আমার বন্ধুয়ারে জাইনা আপনাসপে দিলাম ষোল আনাতবু তাহার মস পাইলামএই কি প্রেমের প্রতিদানবন্ধু আমার নিষ্ঠরও পাষান সুখে গড়া জীবন যাহারআমার প্রান বন্ধুয়া সুজন তাহারজীবন আমার হইল অসারদেইখা তার প্রেমও বিধানবন্ধু

বিস্তারিত »

তুমি চক্ষুর আড়াল হইলে আমার

তুমি চক্ষুর আড়াল হইলে আমারচোখে আসে জ্ল…আমারে বানাইলায় তোমার পিরিতের পাগল (আমার)হৃদয় রাজ্যে আছে যত করিলায় দখলজগতে দেখিনা কেউ তোর মত নকলআমারে বানাইলায় তোমার পিরিতের পাগল তুমি রঙ তুমি রূপও তুমি নয়নের কাজলতুমারে পরশে তনমন সর্বদা শীতলআমারে বানাইলায় তোমার পিরিতের

বিস্তারিত »

সুনা বন্ধুয়ায় বানাইলো উদাসীনি

করিয়া মান, শ্যাম কালার চান(আমার) কেমন আছে শুনি’গোও প্রাণ সজনী….সুনা বন্ধুয়ায় বানাইলো উদাসীনি। লোকের কাছে কইনা’গো দুঃখ থাকি উচাটনআমার প্রাণ বন্ধু হইয়াছে বৈরী বলো কি কারণ।। বিনয় করি কইওগো সখী প্রাণবন্ধুর উদ্দ্যেশ[প্রানের]বন্ধুর লাগি মুই অভাগীর হইলো পাগলীনির বেশ। হৃদয়ের ধন

বিস্তারিত »

ছাড়িয়া যাইওনারে বন্ধু ‘

ছাড়িয়া যাইওনারে বন্ধু ‘বন্ধু মরিবো পরানে।তুমি ছাড়া কেউ নাই আমারএই প্রেমের বৃন্ধাবনেরে বন্ধুবন্ধু মরিব পরানে।। প্রেমানন্দে আছি আমরা মিলয়া দুজনেযদি ছাড়িয়া যাও না জাইনা ভাওদোষি হইমু জনে জনেরে বন্ধু।।বন্ধু মরিব পরানে।। তোমায় নিয়া স্বপন কত দেখি ক্ষনে ক্ষনেদুই অংগে এক

বিস্তারিত »

আমার ভালবাসা সত্যি হইলে

আমার ভালবাসা সত্যি হইলে একদিন ধরা পরিবায়আড়ালে থাকি বন্ধূ হায়রে কত কান্দাইবায় বন্ধু তুমি ওহে প্রাননাথনা ছারিবায় বলে ছিলায় হাতে রাখি হাতএখন বিশ্বাসে করিয়া আঘাতকি সুখ বল পাইলায়আড়ালে থাকি বন্ধূ হায়রে কত কান্দাইবায় বন্ধূ তুমি প্রেমের অহংকারতুমি ছাড়া ত্রিভূবনে কেউ

বিস্তারিত »

নিদয়া বন্ধু

নিদয়া বন্ধুআমার বন্ধুয়া পাষানকোনবা দেশে রইলায় বন্ধুরেবন্ধু কইরা অভিমান ।। ও বন্ধুরেপ্রেম করিলায় সাক্ষি রাখি এই সারা জাহানএখন কেন ভূইলা মোরেসাজিলায় পাষাণ ।।বন্ধু কইরা অভিমান ।। ও বন্ধুরেতুমিযে আমার রে বন্ধু পরাণের পরাতোমার ভালবাসার লাগিমন করে আনচাণ ।।বন্ধু কইরা অভিমান

বিস্তারিত »

বন্ধু আমার আছে’গো কেমন।

প্রান সখীগোবন্ধু আমার আছে’গো কেমন।বন্ধু বন্ধু বন্ধু বলে জুড়ে সদায় দুই নয়ন। অনেকদিন হয় প্রাণবন্ধুরে নয়নে দেখিনা –কেমন আছে জানিনা,ও তার আমায় কি মনে পড়েনা-একবারও হয়না স্বরণ।।বন্ধু আমার আছে’গো কেমন।। যার লাগিয়া সব হারাইয়া জগতে দুষি-শুধুই তারে ভালবাসি,এখন লোকে করে

বিস্তারিত »

দুরে থাকি প্রেম শিখাইয়া করল দেওয়ানা

দুরে থাকি প্রেম শিখাইয়া করল দেওয়ানাহায়রে বন্ধু প্রেমের নমুনাবন্ধুয়া বিহনে আমার ভাল লাগেনা ।। সাক্ষাতে দাড়াইতে বন্ধু জানায় অসম্মতিবুঝিনা বুঝিনা সখী বন্ধুর মনের গতিএ কেমন পিরিতের রীতি লীলা বুঝিনা ।।হায়রে বন্ধু প্রেমের নমুনাবন্ধুয়া বিহনে আমার ভাল লাগেনা ।। পাইলে তারে

বিস্তারিত »

আমার এত মায়ার মানুষ তুমি

কে তোমায় রাখলো ভূলাইয়ালওনা একটা খবরআমার এত মায়ার মানুষ তুমিকেমনে ভাবো পর…? বুকের ভিতর আরশীনগরবেধেঁ প্রেমও বাসা-কার বাসরে থাকরে বন্ধু আমায়করিয়া নৈরাশা ।আমার কে মিঠাবে প্রেম পিপাসাকে করবে আদর।।আমার এত মায়ার মানুষ তুমিকেমনে ভাবো পর…? তুমিহীনে দুই নয়ানেবহাহিলাম নদীনা সপিতাম

বিস্তারিত »

আমার বন্ধুয়া সরল‘গো সখী

আমার বন্ধুয়া সরল‘গো সখীবোঝেনা চালাকীযাহার লাগি পরাণ আমার সাজিয়াছে চাতক পাখীবোঝেনা চালাকী প্রাণ বন্ধুয়ার সরলগুণে,যদি কোন প্রেমের টানেমন মজে যদিসখী তোরা মান কইরনাহইওগো তার দুখের দুখীবোঝেনা চালাকী বন্ধু আমার শ্যাম কালার চাঁনজানি সে হইবেনা‘গো পাষাণএই আশা রাখিআমার কর্মদোষে পাইলে দুঃখআমি

বিস্তারিত »
Scroll to Top