
মনের মতো মনের মানুষ
জগত জুড়ি দেখলাম কততালাশিয়া ঘরে ঘরেমনের মতো মনের মানুষপাইলাম না আর এই সংসারে।। কত রঙের মানুষ জগত জুড়িআমি যাহার প্রেম ভিখারিপাইলে তারে জনম ভরিরাখিতাম এই হৃদ মন্দিরে।। মন আমার উদাস বাউলযার লাগিয়া থাকি ব্যাকুলপাইলে তারে একুল সেকুলসুখি হইতাম দুই পাড়ে।।