সুনা বন্ধুয়ায় বানাইলো উদাসীনি

করিয়া মান, শ্যাম কালার চান
(আমার) কেমন আছে শুনি’গো
ও প্রাণ সজনী….
সুনা বন্ধুয়ায় বানাইলো উদাসীনি।

লোকের কাছে কইনা’গো দুঃখ থাকি উচাটন
আমার প্রাণ বন্ধু হইয়াছে বৈরী বলো কি কারণ।।

বিনয় করি কইওগো সখী প্রাণবন্ধুর উদ্দ্যেশ
[প্রানের]বন্ধুর লাগি মুই অভাগীর হইলো পাগলীনির বেশ।

হৃদয়ের ধন বন্ধু আমার পরাণও বুলবুলি
আমার এত সাধের ভালবাসা বল কেমন করে ভূলি।।

আর যদিগো প্রাণ বন্ধুয়ায় বুক বান্ধে পাষাণে
কইও হায়দারেরে সংগে নিত বন্ধুই শেষেরও নিদানে।।

Scroll to Top