মনের মতো মনের মানুষ

জগত জুড়ি দেখলাম কত
তালাশিয়া ঘরে ঘরে
মনের মতো মনের মানুষ
পাইলাম না আর এই সংসারে।।

কত রঙের মানুষ জগত জুড়ি
আমি যাহার প্রেম ভিখারি
পাইলে তারে জনম ভরি
রাখিতাম এই হৃদ মন্দিরে।।

মন আমার উদাস বাউল
যার লাগিয়া থাকি ব্যাকুল
পাইলে তারে একুল সেকুল
সুখি হইতাম দুই পাড়ে।।

যার লাগিয়া হইয়া কাঙাল
হায়দার থাকে প্রেমে মাতাল
মুর্শিদ বুলবুল নামে ধরিয়া হাল
পাইতে আশা রাখি তারে।।

 
Scroll to Top