
তুমি চক্ষুর আড়াল হইলে আমার
তুমি চক্ষুর আড়াল হইলে আমারচোখে আসে জ্ল…আমারে বানাইলায় তোমার পিরিতের পাগল (আমার)হৃদয় রাজ্যে আছে যত করিলায় দখলজগতে দেখিনা কেউ তোর মত নকলআমারে বানাইলায় তোমার পিরিতের পাগল তুমি রঙ তুমি রূপও তুমি নয়নের কাজলতুমারে পরশে তনমন সর্বদা শীতলআমারে বানাইলায় তোমার পিরিতের