বন্ধু আমার নিঠুরও পাষান

যে বন্ধুরে সরল ভেবে গাইলাম
কত প্রেমের গান
বন্ধু আমার নিঠুরও পাষান

আমার বন্ধুয়ারে জাইনা আপনা
সপে দিলাম ষোল আনা
তবু তাহার মস পাইলাম
এই কি প্রেমের প্রতিদান
বন্ধু আমার নিষ্ঠরও পাষান

সুখে গড়া জীবন যাহার
আমার প্রান বন্ধুয়া সুজন তাহার
জীবন আমার হইল অসার
দেইখা তার প্রেমও বিধান
বন্ধু আমার নিষ্ঠরও পাষান

হায়দার হইল প্রেমের মরা
প্রেম করিয়া খাইছে ধরা
আমার মত হইসনা তোরা
প্রেমে নাই প্রেমিকের মান
বন্ধু আমার নিষ্ঠরও পাষান

Scroll to Top