প্রান সখীগো
বন্ধু আমার আছে’গো কেমন।
বন্ধু বন্ধু বন্ধু বলে জুড়ে সদায় দুই নয়ন।
অনেকদিন হয় প্রাণবন্ধুরে নয়নে দেখিনা –
কেমন আছে জানিনা,
ও তার আমায় কি মনে পড়েনা-
একবারও হয়না স্বরণ।।
বন্ধু আমার আছে’গো কেমন।।
যার লাগিয়া সব হারাইয়া জগতে দুষি-
শুধুই তারে ভালবাসি,
এখন লোকে করে হাসাহাসি –
করে কত নিন্দন।।
বন্ধু আমার আছে’গো কেমন।।
বন্ধু ভেবে সরল জেনে দিয়াছি সকল-
আমি আশাতেই কেবল ,
এই হায়দার এর হইতো’গো মঙ্গল –
দিতো যদি দরশন।।
বন্ধু আমার আছে’গো কেমন।।