নিদয়া বন্ধু

নিদয়া বন্ধু
আমার বন্ধুয়া পাষান
কোনবা দেশে রইলায় বন্ধুরে
বন্ধু কইরা অভিমান ।।

ও বন্ধুরে
প্রেম করিলায় সাক্ষি রাখি এই সারা জাহান
এখন কেন ভূইলা মোরে
সাজিলায় পাষাণ ।।
বন্ধু কইরা অভিমান ।।

ও বন্ধুরে
তুমিযে আমার রে বন্ধু পরাণের পরা
তোমার ভালবাসার লাগি
মন করে আনচাণ ।।
বন্ধু কইরা অভিমান ।।

ও বন্ধুরে
তোমারও বিরহে সদায় কান্দে ভাঙ্গা মন
তোমার হায়দার কি মরিয়া যাইব
না পাইয়া দর্শন।।
বন্ধু কইরা অভিমান।।

Scroll to Top