দুরে থাকি প্রেম শিখাইয়া করল দেওয়ানা

দুরে থাকি প্রেম শিখাইয়া করল দেওয়ানা
হায়রে বন্ধু প্রেমের নমুনা
বন্ধুয়া বিহনে আমার ভাল লাগেনা ।।

সাক্ষাতে দাড়াইতে বন্ধু জানায় অসম্মতি
বুঝিনা বুঝিনা সখী বন্ধুর মনের গতি
এ কেমন পিরিতের রীতি লীলা বুঝিনা ।।
হায়রে বন্ধু প্রেমের নমুনা
বন্ধুয়া বিহনে আমার ভাল লাগেনা ।।

পাইলে তারে জিজ্ঞাসিতাম ভাবেতে মজাইয়া
কি সুখ পাওরে বন্ধু আমারে কান্দাইয়া
তুমি যদি যাও হারাইয়া নাইরে আপনা
হায়রে বন্ধু প্রেমের নমুনা
বন্ধুয়া বিহনে আমার ভাল লাগেনা ।।

জাতি কুলমান আছে যত দিয়া বিসর্জন
হায়দার আছে পন্থ চাইয়া পাইতে দরশন
বন্ধু আমার সাত রাজার শেষ ঠিকানা ।।

Scroll to Top