দুঃখ শোনার মানুষ ভবে নাই।

প্রান সখী গো..
দুঃখ শোনার মানুষ ভবে নাই।
বন্ধু বন্ধু বন্ধ বলে নগরে বেড়াই।।

শোন গো সখী ললিতা
আমার হৃদয়েরী যত ব্যাথা গো
কিছুই না হইতো বৃথা
যদি বন্ধুর দেখা পাই।
দুঃখ শোনার মানুষ ভবে নাই।

শোন গো বিসখা
আমার হৃদয়ে যার ছবি আকা গো
পাইলে প্রান বন্ধুর দেখা
রূপ যৌবনে দিতাম ছাই।।
দুঃখ শোনার মানুষ ভবে নাই।

তোরা পাও যদি প্রান বন্ধুওয়ারে
কইও সখী বিনয় করে গো
কই ঘোর সংকটে মুর্শিদ বিনে
এই হায়দার এর গতি নাই
দুঃখ শোনার মানুষ ভবে নাই।

Scroll to Top