তুমি চক্ষুর আড়াল হইলে আমার

তুমি চক্ষুর আড়াল হইলে আমার
চোখে আসে জ্ল…
আমারে বানাইলায় তোমার পিরিতের পাগল

(আমার)হৃদয় রাজ্যে আছে যত করিলায় দখল
জগতে দেখিনা কেউ তোর মত নকল
আমারে বানাইলায় তোমার পিরিতের পাগল

তুমি রঙ তুমি রূপও তুমি নয়নের কাজল
তুমারে পরশে তনমন সর্বদা শীতল
আমারে বানাইলায় তোমার পিরিতের পাগল

হায়দারেরই মন বাসনা কতযে সরল
তোমার মনেতে মন মিশাইয়া করিতাম ঝলমল।
আমারে বানাইলায় তোমার পিরিতের পাগল

Scroll to Top