ছাড়িয়া যাইওনা বন্ধুরে

ছাড়িয়া যাইওনা বন্ধুরে
আরেও বন্ধু
মরিব পরানে বব্ধুরে
সুনা বন্ধু ভূইলনা আমারেরে

বলে বলুক লোকে মন্দরে
এই আমার আনন্দ বন্ধুরে
প্রেমানন্দে থাকিমু দুজনেরে।।

তুমি জানো আমার বেদন রে বব্ধু
জানি তোমার আমি বন্ধুরে
নিন্দুকেরা কি আর দুঃখ বুঝিবেরে।।

হায়দারের এই মন বাসনা রে বন্ধু
জীবন আর মরনে বন্ধুরে
তোমায় নিয়ে থাকি বৃন্দাবনেরে।।

Scroll to Top