ছাড়িয়া যাইওনারে বন্ধু ‘
বন্ধু মরিবো পরানে।
তুমি ছাড়া কেউ নাই আমার
এই প্রেমের বৃন্ধাবনেরে বন্ধু
বন্ধু মরিব পরানে।।
প্রেমানন্দে আছি আমরা মিলয়া দুজনে
যদি ছাড়িয়া যাও না জাইনা ভাও
দোষি হইমু জনে জনেরে বন্ধু।।
বন্ধু মরিব পরানে।।
তোমায় নিয়া স্বপন কত দেখি ক্ষনে ক্ষনে
দুই অংগে এক অংগ হইয়া
আমরা থাকিমু নিদানেরে বন্ধু।।
বন্ধু মরিব পরানে।।
বলে হায়দার বন্ধু আমার’ পরানে পরানে
তুমার হৃদ মাঝারে না রাখিলে আমায়
ঠাই দিও চরণে রে বন্ধু
বন্ধু মরিবো পরানে।।
ছাড়িয়া যাইওনারে বন্ধ-
বন্ধু মরিবো পরানে।।