আমার ভালবাসা সত্যি হইলে

আমার ভালবাসা সত্যি হইলে একদিন ধরা পরিবায়
আড়ালে থাকি বন্ধূ হায়রে কত কান্দাইবায়

বন্ধু তুমি ওহে প্রাননাথ
না ছারিবায় বলে ছিলায় হাতে রাখি হাত
এখন বিশ্বাসে করিয়া আঘাত
কি সুখ বল পাইলায়
আড়ালে থাকি বন্ধূ হায়রে কত কান্দাইবায়

বন্ধূ তুমি প্রেমের অহংকার
তুমি ছাড়া ত্রিভূবনে কেউ নাইরে আমার
আমার প্রেমের ভুবন হয় অন্ধকার
তোমারি অবহেলায়
আড়ালে থাকি বন্ধূ হায়রে কত কান্দাইবায়

ওরে আমার যতনের পাখি
মিনতি করি তোমারে না কইর চালাকি
তোমার হায়দারেরে দিয়া ফাকি
কি সুখ বল পাইবায়
আড়ালে থাকি বন্ধূ হায়রে কত কান্দাইবায়