আমার বন্ধুয়া সরল‘গো সখী

আমার বন্ধুয়া সরল‘গো সখী
বোঝেনা চালাকী
যাহার লাগি পরাণ আমার সাজিয়াছে চাতক পাখী
বোঝেনা চালাকী

প্রাণ বন্ধুয়ার সরলগুণে,
যদি কোন প্রেমের টানে
মন মজে যদি
সখী তোরা মান কইরনা
হইওগো তার দুখের দুখী
বোঝেনা চালাকী

বন্ধু আমার শ্যাম কালার চাঁন
জানি সে হইবেনা‘গো পাষাণ
এই আশা রাখি
আমার কর্মদোষে পাইলে দুঃখ
আমি কুলহারা কলংকি’গো সখী
বোঝেনা চালাকী

করজোড়ে বলে হায়দার
তোরা ভূল বোইঝনা বন্ধুরে আমার
করি এই মিনতি
বন্ধু সাত রাজার ধন আমার
তারে পাইলে হইতাম চিরসুখী
বোঝেনা চালাকী

Scroll to Top