আমার এত মায়ার মানুষ তুমি

কে তোমায় রাখলো ভূলাইয়া
লওনা একটা খবর
আমার এত মায়ার মানুষ তুমি
কেমনে ভাবো পর…?

বুকের ভিতর আরশীনগর
বেধেঁ প্রেমও বাসা-
কার বাসরে থাকরে বন্ধু আমায়
করিয়া নৈরাশা ।
আমার কে মিঠাবে প্রেম পিপাসা
কে করবে আদর।।
আমার এত মায়ার মানুষ তুমি
কেমনে ভাবো পর…?

তুমিহীনে দুই নয়ানে
বহাহিলাম নদী
না সপিতাম মনওপ্রান
জানতাম আগে যদি
এখন প্রেমজ্বলায় নিরবধি,
রইয়াছি কাতর।
আমার এত মায়ার মানুষ তুমি
কেমনে ভাবো পর…?

হায়দার এই মনোবাসনা
জীওন আর মরণ
তোমায় লইয়া থাকতাম সুখে
প্রেমের বৃন্দাবন
ভিন্ন হইলো মধুর স্বপন
হইলো বিবাগী অন্তর।
আমার এত মায়ার মানুষ তুমি
কেমনে ভাবো পর…?